নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: বুধবার ২৪,জানুয়ারি :: নেতাজির জন্মজয়ন্তীতে এযেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ড়ে মূচাঁচলের ইতিহাসে এই প্রথম নেতাজি মোর্তিবিহীন জন্মজয়ন্তী পালন হল।জেলাপরিষদের তরফে নতুন মূর্তি বসানোর কাজ শুরু হয়েছিল। আবক্ষ মূর্তির বদলে ছুটন্ত ঘোড়ায় নেতাজির পূর্ণ মূর্তি আনা হয়েছিল।
তবে সেই মূর্তি বিকৃত বলে বাসিন্দাদের তরফে অভিযোগ ওঠে । এরপর মূর্তি বদলানোর জন্য শিল্পীর কাছে পাঠানো হয়। দুমাস অতিক্রান্ত হলে তা এখনো আসেনি। মঙ্গলবার নেতাজি মোড়ে মূর্তি ছাড়াই ফুল দিয়ে সাজানো হয়েছিল।সেই সব ফুল ছিড়ে ফেলেন এক বাসিন্দা।তিনি নিজেকে নেতাজি প্রেমী হিসেবে দাবি করেন।মূর্তি ছাড়া কেন পালন হবে তার জন্যই এই প্রতিবাদ বলে জানান তিনি। এই ঘটনায় ওই ব্যক্তিকে পুলিস আটক করে থানায় নিয়ে যায়।