নিজস্ব সংবাদদাতা ;: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । সেই জন্য প্রাক্তন মেয়র তথা বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে গ্রীন ভলেন্টিয়াররা বিভিন্ন স্কুলের সামনে সাফাই অভিযানে নামে । জিতেন্দ্র তিওয়ারি জানান তিনি মেয়র থাকাকালীন আসানসোল শহরকে জঞ্জাল মুক্ত করে পুরস্কৃত হয়েছিল আসানসোল পৌরনিগম ।
কিন্তু দু’বছরের মধ্যে আবার দশটা নোংরা শহরের মধ্যে স্থান করে নিয়েছে আসানসোল পৌরনিগম। কর আদায় বৃদ্ধি পেয়েছে, সাফাই কর্মী বৃদ্ধি হয়েছে তা সত্ত্বেও শহরের বিভিন্ন জায়গায় জঞ্জাল জমে রয়েছে । পরীক্ষার দিন সকাল থেকে বিভিন্ন স্কুলের সামনে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাবে অথচ স্কুল ঢোকার জায়গায় জঞ্জাল পরিস্কারের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অন্যদিকে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী কটাক্ষ করে বলেন তারা স্কুলের ক্লাস রুম থেকে সর্বত্র পরিস্কার করেছেন । আর বিরোধী দল সস্তার রাজনীতি করতে স্কুলের বাইরে পরিস্কার করতে নেমেছেন । ক্ষমতা থাকলে আসানসোল শহরকে জঞ্জাল মুক্ত করতে প্রত্যেকদিন পরিস্কার অভিযানে নামুক।