নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৭,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির, অভিযোগ আর সেই অপমানে আত্মঘাতী হয় নাবালিকা এক ছাত্রী।
থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এবার অভিযুক্ত বাবা ও ছেলে, বাবা মশিয়ার রহমান ও ছেলে হাসিনুর রহমান। অভিযুক্ত দুজনকে পেশ করা বুধবার বর্ধমান জেলা আদালতে।
প্রসঙ্গত, জামালপুরের আবুজহাটি ২ গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া এলাকাতে ১৩ বছরের এক স্কুল ছাত্রী নাবালিকা গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। ওই নাবালিকার বাবার অভিযোগ, এলাকারই এক যুবক তার মেয়েকে হুমকি দেয় পাঁচ লাখ টাকা না দিলে ওই নাবালিকা মেয়ের এডিট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ।
এই কথা ওই যুবকের বাবাকে বলতে গেলে নাবালিকার বাবাকে অপমান করা হয় বলে অভিযোগ। এই কথা শুনে রাগে,অপমানে আত্মঘাতী হয় ওই নাবালিকা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা মৃতদেহ আগলে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় । দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানায়।
এরপর ওই নাবালিকার বাবা ওই যুবক এবং তার বাবার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। তদন্ত নেবে ওই যুবকের বাবা মশিয়ার রহমানকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ, এবার গ্রেপ্তার হলো ছেলে হাসিনুর রহমান। ইতিমধ্যেই ওই দুইজনকে বর্ধমান জেলা আদালতে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ।