নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: সোমবার ৩,মার্চ :: যাদবপুর কান্ডে গ্রেপ্তার বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা সাহিল আলি। তার গ্রেপ্তারিতে হতবাক পরিবারের সদস্যরা। যাদবপুরের প্রাক্তনী সাহিল। কিন্তু কোনোদিন রাজনীতি করত তা জানা ছিলোনা সাহিলের বাবার।
গতকাল রাত ৯.৩০ টা নাগাদ বাবা কথা বলেছিলেন ছেলের সঙ্গে। তখনও ছেলে কিছু জানাইনি বলেই জানিয়ছেন সাহিলের বাবা নৌসাদ আলি। নৌসাদ আলি পাথর ব্যবসায়ী। অন্যদিকে সাহিল বরাবর ক্লাসে প্রথম বা দ্বিতীয় হত। জানাচ্ছেন কাঁইজুলি হাইস্কুলের শিক্ষক ইমামুল হল। তিনিও বিশ্বাস করতে পারছেননা তার প্রাক্তন ছাত্রর নাম জড়াতে পারে যাদবপুর কান্ডে।