নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২১,এপ্রিল :: গোপনে এক মহিলার আপত্তিকর ভিডিও ছবি তুলে স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার অভিযোগে মোজাহিদ হোসেন মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী পাইকারডাঙা গ্রামের ঘটনা।
অভিযুক্ত যুবককে দশ দিনের পুলিসি হেফাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো।পুলিস ও স্থানীয় সূত্রে জানাযায় এলাকার এক মহিলার সাথে সুসম্পর্ক ছিল যুবক মোহাজিদের। অভিযোগ সেই সুযোগ নিয়ে মহিলার মোবাইলে থাকা অশালিন ছবি স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেয় ঐ যুবক।
জানতে পেরে ওই মহিলার পরিবার বসিরহাট থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিস যুবককে গ্রেফতার করে। আজ অভিযুক্ত যুবককে দশ দিনের পুলিসি হেফাজাত চেয়ে বসিরহাট আদালতে পেশ করা হয়।