কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ২৭,মে :: দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র গরমের পাশাপাশি চলছে বৃষ্টি। আর এই দুই এর প্রভাব থেকে রক্ষা পেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।

মঙ্গলবার বালুরঘাট পুলিশ লাইনে কনফারেন্স রুমে দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত কর্তব্যরত ট্রাফিক ও ভলেন্টিয়ারদের হাতে এইসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এই দিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক।

প্রয়োজনীয় সামগ্রী দেবার ফলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বৃষ্টির হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =