সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১১,জুলাই :: ট্রাকের ধাক্কায় বিপদজনক অবস্থায় হাইমাস্ট লাইটের পোল। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে শিলিগুড়ি আশিঘড় মোরে হাইমাস্ট লাইটের পোলে ধাক্কা মারে একটি ট্রাক।
পোলটি হেলে গিয়ে পড়ে পাশের হাইটেনশন তারের উপর, বিপদজনক ভাবে ঝুলে আছে লাইটের পোলটি। বিপদজনক ভাবে থাকা পোলটির নিচ দিয়ে যাতায়াত করছে করছে মানুষজন। আশঙ্কা যে কোন সময়ে বিপদ ঘটতে পারে ।