নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২৬,জুলাই :: প্রচন্ড গরম পড়েছে, সকলেই জল বাতাসা বিভিন্ন রকম কর্মসূচি করছে। এবছর ও আস্থা ফাউন্ডেশন এর ব্যবস্থায় কোচবিহার মদনমোহন মন্দিরের উল্টোদিকে পথ চলতি মানুষ এবং ভক্তদের হাতে কাটা ফল তুলে দেওয়া হয়।
সকল মানুষেরা জানিয়েছে যে এই ধরনের উদ্যোগ কুচবিহারে প্রথম দেখলাম প্রথমে মানুষজন ভেবেছিল এখানে কাটা ফল কেটে বিক্রি করা হচ্ছে পরে জানতে পারে এখানে বিনা পয়সায় সকলকে কাটা ফল বিতরণ করা হচ্ছে
আজকের কর্মসূচিতে আস্থা ফাউন্ডেশন এর সদস্যরা উপস্থিত ছিলেন । সমস্ত ফল কেনার অনুদান রাশি দিয়েছেন বাইক অক্সিজেন ম্যান শংকর রায়।