সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: চারিদিকে পুজো পুজো গন্ধ, একদিকে যেরকম শিলিগুড়ির কুমারটুলিতে চলছে প্রতিমা গড়ার কাজ। পাশাপাশি বিভিন্ন পূজো মণ্ডপ গুলি তাদের মন্ডপ তৈরির কাজ চালাচ্ছে জোর কদমে।
কারণ হাতে আর খুব একটা সময় নেই, দ্রুত সম্পন্ন করতে হবে প্যান্ডেল তৈরির কাজ। চারিদিকে এখন ব্যস্ততা রয়েছে তুঙ্গে।শিলিগুড়ির ঘোঘোমারি জনশ্রী ক্লাবের পুজো এবারে ৫৬ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। জোর কদমে তৈরি হচ্ছে মন্ডপ। তাদের দূর্গা পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির। অন্তত তিন থেকে চার মাস ধরে চলছে মন্ডপ তৈরির কাজ।
এই বিষয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানিয়েছেন, দিনরাত এক করে চলছে কাজ। এবারে তাদের থিম দিঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে। অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ টাকা বাজেট রয়েছে এবার তাদের পুজোর। পুজোর দিনগুলিতে থাকবে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি।