চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় ও তাঁর দপ্তরের কর্মীরা রবিবার রাতে শীত বস্ত্র ও কম্বল নিয়ে পৌঁছে যান পথ বাসীদের পাশে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা :: ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে মালদার এক মহকুমা শাসক হাজির হলেন সান্তাক্লজের মত হাতে কম্বল আর শীত বস্ত্র নিয়ে পথবাসীদের কাছে । রবিবার রাতে হটাতই চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় ও তার দফতরের কর্মীদের নিয়ে হাজির হলেন চাঁচল সামসী এলাকার ভবঘুরেরদের পাশে। তাদের হাতে তুলে দিলেন শীতের কম্বল ও চাদর।

এদিন তিনি প্রথমে চাঁচলের বিরস্থলির ৮১নং জাতীয় সড়কের ধারে ভিন রাজ্য থেকে আসা মূর্তি শিল্পীদের তাবুতে হাজির হন এবং ওদের সকলের জন্য শীতের গরম নতুন বস্ত্র তুলে দেন। এর পর ছুটে যান সামসি রেল স্টেশনে । সেখানে বেশ কিছু ভবঘুরেদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।

পরে চাঁচলের সাপ্তাহিক হাটের পাশে আসা কিছু ছিলেন চাঁচল থানার পুলিশ অধিকারী সুকুমার ঘোষ সহ মহকুমা শাসকের দফতরের অনান্য কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =