কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলার পখুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে সোমবার আয়োজিত হল পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচী। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত সেফ্ ড্রাইভ সেভ্ লাইফ নিয়ে রতুয়া২ নম্বর ব্লকের শ্রীপুর ১ গ্রাম পঞ্চায়েতের গোটা এলাকা র্যালি করা হয়।
এই র্যালিতে পা মেলান মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ রতুয়া বিধানসভার বিধায়ক ও পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি শ্যামলী দাস। পুখুরিয়া খানার আধিকারিক গৌতম চৌধুরী ও সার্কেল ইন্সপেক্টর সুজন রয়, এছাড়া পুকুরিয়া থানার পুলিশ কর্মীরা।
এদিনের কচিকাচাদের কে নিয়ে কুইজ প্রতিযোগিতা ও বসে আঁকো প্রতিযোগিতা করা হয় । এদিন হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে সেফ্ ড্রাইভ সেভ্ লাইফের গুরুত্ব তুলে ধরেন। তাদের হাতে চকলেট তুলে দেন
পুখুড়িয়া থানার আধিকারিক গৌতম চৌধুরী, বলেন আমরা অনেকটাই দুর্ঘটনা রোধ করতে পেরেছি।সাবধানে গাড়ি চালাও ও বাইক আরোহীদের হেলমেট পড়ে বাইক চালানোর বার্তা দেন।