সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: বাংলার দুর্গাপূজাকে ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে দুর্গা পুজোর আয়োজন করা হলো। যার নাম দেওয়া হয়েছে মা দুর্গার অকাল বোধন। এই পুজোতে সামিল হয়েছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ সমস্ত ধর্মের মানুষ। তারা আজ একত্রিত হয়ে এই দূর্গা পূজা সম্পন্ন করলেন।
একে অপরের হাতে হাত রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই প্রতিজ্ঞা করলেন যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কোন ভাবেই নষ্ট হতে দেবেন না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা করছে তাদের বাংলায় কোন স্থান নেই।
এভাবেই মা দুর্গা কে সামনে রেখে তারা এই পুজোতে মাতলেন। এই পুজোর মূল উদ্যোক্তা রাজপুর সোনারপুর পৌরসভা ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌরভ প্রধান।