নতুন বছরের প্রথম দিনেই প্রমটারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলো শান্তিপুরের গোডাউন মাঠ এলাকার বাসিন্দারা ৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাদিয়া :: শান্তিপুরে এক সময় প্রচুর খেলার মাঠ, পুকুর, আমবাগান ছিলো ৷ কিন্তু বর্তমানে হাতে গোনা কয়েকটি মাঠ অবশিষ্ট রয়েছে ৷ পুকুরের সংখ্যাও কমছে ৷ আমবাগানগুলিও ধ্বংস হচ্ছে ৷ আন্দোলন জোরদার হলেই মাফিয়ারা সতর্ক হয়ে যায় ৷ কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে কিছু পরিবেশ ধ্বংসকারীরা ৷ সুযোগ বুঝে লুকিয়ে চুরিয়ে মাঠ, বাগান পুকুর ধ্বংস করতে উদ্যত হয় ৷

এমনই অভিযোগে নতুন বছরের প্রথম দিনেই পুনরায় আন্দোলনে সামিল হলো নদীয়ার শান্তিপুরের গোডাউন মাঠ এলাকার বাসিন্দারা ৷ স্থানীয় মানুষের অভিযোগ শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন মাঠ দখল করে কিছু অসাধু ব্যক্তি মাঠের জায়গায় দোকান দিয়ে, অটো রেখে এলাকার পরিবেশ নষ্ট করছে ৷

পুকুরের পাড়ে নির্মান বেআইনি হলেও কিছু প্রভাবশালী ব্যক্তির মদতে নাকি পুকুরের পাড়ে নির্মান হলেও প্রশাসন নির্বিকার ৷ এই অভিযোগে আজ সকালেই মাঠেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ ৷ বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ পরিস্থিতি আপাততঃ নিয়ন্ত্রনে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =