বীজপুর থানার বড় সাফল্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ায় গ্রেপ্তার দুই ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীজপুর :: নতুন বছরের দ্বিতীয় দিনে বীজপুর থানার বড় সাফল্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ায় গ্রেপ্তার দুই । মনোজ প্রসাদ 33 শংকর রাম 38 দুজনেই চাকলা নৈহাটি বিধানসভা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।গতকাল গভীর রাতে কাঁচরাপাড়ার কুলিয়া রোডে ডাকাতির উদ্দেশ্য জড় হয়েছিল বেশ কয়েকজন । বীজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই জনকে গ্রেফতার করে ।বাদবাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =