গভীর রাতে নামখানায় বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হল একটি দোকান সহ গোডাউন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হল একটি পাটকাঠির দোকান সহ গোডাউন । আগুনে ক্ষতিগ্রস্ত পাশাপাশি আরো বেশ কয়েকটি দোকান । প্রায় দুঘন্টার চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দক্ষিণ পরগনার নামখানা থানার উল্টো দিকে হাতানিয়া-দোয়ানিয়া সেতুর নীচের বাজারে ।এদিন গভীর রাতে হঠাৎ করে পাটকাঠির গোডাউন সহ দোকানে আগুন দেখতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । মুহুর্তের মধ্যে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় গ্রাস করে দোকানটিকে । কিছু সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরো কয়েকটি দোকানে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন । প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

হতাহতের কোনো খবর মিলেনি । দমকলকর্মীদের প্রাথমিক অনুমান,শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লাগেছে । পাশাপাশি দমকল কর্তারা তদন্ত করে দেখছে অন্য কোনো ভাবে আগুন লেগেছিল কিনা । আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ী মহল ।

দমকলকর্মীদের প্রাথমিক অনুমান,শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লাগেছে । পাশাপাশি দমকল কর্তারা তদন্ত করে দেখছে অন্য কোনো ভাবে আগুন লেগেছিল কিনা । আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ী মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 17 =