করনা বিধিনিষেধ লাগু হওয়ার পর প্রথম দিনেই বিধি সফল করতে জোর তত্পরতা শুরু করল গোপীবল্লভপুর থানার পুলিশ।

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রাজ্যে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ লাগু হওয়ার পর প্রথম দিনেই বিধি সফল করতে জোর তত্পরতা শুরু করল গোপীবল্লভপুর থানার পুলিশ। সোমবার গোপীবল্লভপুর বাজার এলাকার হাতিবাড়ী মোড় দিয়ে যাতায়াতকারী প্রতিটি মানুষকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেন পুলিশ কর্মীরা।

থানার এএসআই স্বদেশ প্রামাণিক এর নেতৃত্বে পুলিশ কর্মীরা রাস্তা দিয়ে যাতায়াতকারী যে সমস্ত মানুষ মাস্ক ব্যবহার না করে পথে বেরিয়েছেন তাদের হাতে মাস্কও তুলে দেন।উল্লেখ্য, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এর পর সংক্রমণের হার বেশ কয়েকমাস স্বাভাবিক হওয়ার পর বেশ কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণের গতি ক্রমশ উর্ধ্বমুখী।

গত রবিবার এর পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৬১৫৮ জন। সঙ্গে নতুন করে চোখ রাঙ্গাচ্ছে ওমিক্রন। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই সোমবার থেকে।আর প্রথম দিনেই গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনকে দেখা গেল যথেষ্ট তত্পর করোনা বিধি সফল করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =