নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মুর্শিদাবাদ :: ফের বড়ঞাতে শাসক বিরোধী শিবিরে বড়োসড়ো ভাঙ্গন। তৃণমূল কংগ্রেস বড়ঞা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলমের হাত ধরে ব্লকের অধীনস্থ বড়ঞা 2 নম্বর অঞ্চল ও পাঁচথুপি অঞ্চল থেকে প্রায় শতাধিক যুবক এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন।বড়ঞা ব্লকের ডাকবাংলোতে আয়োজিত হওয়া একটি যোগদান শিবিরে।করোনা বিধি নিষেধ মেনেই আয়োজিত হওয়া এদিনের এই যোগদান শিবিরের প্রধান অতিথি ছিলেন ব্লক যুব তৃনমূলের সভাপতি তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম যুবনেতা বাবাই চৌধুরী সহ শাবল পুর পঞ্চায়েতের প্রধান ও এলাকার বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।