আগামী কাল নেতাই দিবস

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: নেতাই দিবস নিয়ে রাজনৈতিক চাপান উতর তুঙ্গে। এবার শুভেন্দু কে ঢুকতে দেওয়া হবেনা বলে সিদ্ধান্ত নেয় তৃনমূল কংগ্রেস। সে অনুযায়ী সকাল থেকে সারাদিন প্রোগ্রাম স্থির করেছে নেতাই স্মৃতি রক্ষা কমিটি। সাজিয়ে তোলা হচ্ছে নেতাই গ্রাম সহ শহিদ বেদী।

এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্ট নির্দেশ দেয় নেতাই এ যেতে পারেন শুভেন্দু। এর পরেই ঝাড়গ্রাম জেলা বিজেপি সাংবাদিক সম্মেলন করে নেতাই যাওয়ার কথা ঘোষনা করে।

২০১১ সালে ৭ই জানুয়ারি সিপিএমের ক্যাম্প থেকে নিরিহ গ্রাম বাসী দের লক্ষ্য করে গুলি চলে। মারা যায় চার জন মহিলা সহ ৯জন গ্রামবাসী। আহত হয় প্রায় ২৪ জন। তার পর থেকে নেতাই দিবস পালন করছে তৃনমূল। গতবার শুভেন্দু দল বদলের পর বিজেপির তরফ থেকে নেতাই আসা শুরু করে। এবার হাইকোর্টের কবচ নিয়ে নেতাই এ আসার রাস্তা পরিষ্কার রাখলো বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =