করোনার -থাবা ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে – আক্রান্ত হয়েছেন ৪০ জন চিকিৎসক।

সুদেষ্ণা মন্ডল :; সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: এবার রাজ্যের অন্যান্য হাসপাতালগুলি মতনই করোনার -থাবা ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে। করোনায় আক্রান্ত হয়েছে ৪০ জন চিকিৎসক। ২৫ জন নার্স সহ ৪৫ জন স্বাস্থ্য কর্মী। মোট ১১০ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করণা আক্রান্ত হওয়ার কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখছে বলে  চিকিৎসক মহলের কয়েকজনের অভিমত ।

ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রিন্সিপাল ডা: উৎপল দাঁ জানান,”একসঙ্গে প্রায় ১১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের করোনা আক্রান্ত হয় কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে চিকিৎসা পরিষেবাতে , ইতিমধ্যেই সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে, অন্যান্য চিকিৎসকদের নিয়ে চিকিৎসার পরিষেবা চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বহু চিকিৎসকের ছুটি”। রাজ্যে করোনা তৃতীয় ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =