সুদেষ্ণা মন্ডল :; সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: এবার রাজ্যের অন্যান্য হাসপাতালগুলি মতনই করোনার -থাবা ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে। করোনায় আক্রান্ত হয়েছে ৪০ জন চিকিৎসক। ২৫ জন নার্স সহ ৪৫ জন স্বাস্থ্য কর্মী। মোট ১১০ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করণা আক্রান্ত হওয়ার কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখছে বলে চিকিৎসক মহলের কয়েকজনের অভিমত ।
ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রিন্সিপাল ডা: উৎপল দাঁ জানান,”একসঙ্গে প্রায় ১১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের করোনা আক্রান্ত হয় কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে চিকিৎসা পরিষেবাতে , ইতিমধ্যেই সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে, অন্যান্য চিকিৎসকদের নিয়ে চিকিৎসার পরিষেবা চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বহু চিকিৎসকের ছুটি”। রাজ্যে করোনা তৃতীয় ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরে।