দেবেন তেওয়ারী :; সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: শুক্রবার লালগড় থানার নেতাই গ্রামে নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান ঝাড়গ্রাম এর প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেন ,বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, দুলাল মুর্মু,দেবনাথ হাঁসদা, সহ আরো অনেকে।
সেই সঙ্গে শহীদ পরিবারগুলির হাতে কিছু শীতবস্ত্র তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।উল্লেখ করা যায় যে ২০১১ সালের ৭ ই জানুয়ারি সিপিএমের হার্মাদ বাহিনীর গুলিতে নেতাই গ্রামের চারজন মহিলাসহ ৯ জন নিহত হয় এবং ২৮ জন গ্রামবাসী আহত হয়। এরপর থেকে প্রতি বছর নেতাই গ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৭ ই জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়।