কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: সারা রাজ্যের সাথে সাথে মালদা জেলাতে করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী এবং জেলায় প্রতিনিয়ত শতাধিক লোক করোনায় আক্রান্ত হচ্ছে অথচ এখনো মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না , মুখে মাস্ক ব্যবহার না করে রাস্তাঘাট হাট-বাজারে চলাফেরা করছে, এমনই দৃশ্য ধরা পড়লো পুরাতন মালদা মঙ্গলবাড়ী বিভিন্ন এলাকায়।
শুক্রবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ীর বিভিন্ন এলাকায় মালদা থানার আইসি হীরক বিশ্বাস বিশেষ অভিযান চালান এবং যেসব পথচলতি মানুষের মুখে মাস্ক নেই তাদের আটক করে সচেতনতা করেন এমনকি কুড়ি জনকে আটক করা হয়। মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান জেলা প্রশাসনের নির্দেশে আমরা অভিযান চালাচ্ছি তবে মানুষ অনেক সচেতন হয়েছে কিন্তু তবুও কিছু মানুষ মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে আমরা সচেতন করছি এবং কুড়ি জন মাক্স বিহীন ব্যক্তিকে আটক করা হয়েছে।