সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: আবার বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবনের গোসাবার বালির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরা খন্ডের এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে গ্রামের নদীর পাড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমনকি লোকালযয়ে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত তিনটি ছাগলের মৃতদেহ।
ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনকর্মীরা। বাঘের পায়ের ছাপ থেকে গ্রামবাসীরা মনে করছেন গোসাবার পিরখালি জঙ্গল থেকে বাঘ বিদ্যাধরী নদী সাঁতরে মথুরাখন্ড গ্রামের ঢুকেছে। আতঙ্কে প্রহর গুনছে গ্রামবাসীরা । ঘটনাস্থলে এসে পৌঁছেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যাধরী রেঞ্জের বনকর্মীরা ও স্থানীয় বিধায়ক সুব্রত মন্ডল। বনকর্মীরা গোটা এলাকা তল্লাশি অভিযান চালাচ্ছে।