দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: গতকালের রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম শহরে করোনা বাড়ছে উদ্বেগ জনক হারে। সাধারণ মানুষের পাশাপাশি, জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্মী আক্রান্ত। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি অবস্থাও এক। ফলে ক্রমশই সঙ্কট বাড়ছে। আর সে কারনেই জেলা ও পৌর এলাকায় কড়া বিধিনিষেধ চালু করছে প্রশাসন।
আর আজ সমস্ত পৌর এলাকা বন্ধ থাকার জন্য গোটা শহর স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। গোটা বাজার এবং শহরের অতিরিক্ত ব্যাবহৃত এলাকাগুলি পৌরসভার কর্মীরা স্যানিটাইজ করছেন। ঝাড়গ্রামের মহকুমা শাসক জানান জেলাশাসক এর নির্দেশে পুরসভা, চেম্বার অফ কমার্স এর সাথে কথা বলে এই স্যানিটাইজ এর কাজ চলছে। এবং বিধিনিষেধ ও জারি থাকবে। প্রশাসনের এই তৎপর ভূমিকায় খুশি এলাকাবাসী।