নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: করোনা সংক্রমনের রাশ টানতে পূর্ব বর্ধমানের প্রশাসনের পক্ষ থেকে নতুন বিধিনিষেধে আগামী কাল ১২ জানুয়ারি থেকে শহরের দোকান খোলা বন্ধের নতুন নিয়মাবলী সঙ্গে সাত দিনের জন্য বন্ধ হয়েছে চায়ের দোকান। এদিন বেশ কিছু সাধারণ মানুষ সহ চায়ের দোকানের ব্যবসায়ীরা তারা এই বিষয়ে ক্ষোভ বিক্ষোভ জানালেন।
যেকোনো শহরেই চায়ের দোকানিরা বলাযায় দিন মজুরের পেশার অন্তর্ভুক্তই । তাদের দোকান বন্ধ থাকলে তাদের ব্যবসায়ী জানান, প্রশাসনের নিয়ম মেনে চলা হবে, তাই প্রশাসনের কাছে অনুরোধ চায়ের দোকান খুলে রাখার নিয়ম করে যদি দেওয়া যায় তাহলে খুবই উপকার হয়। এই বিষয়ে প্রশাসনের দিকে তাকিয়ে চা দোকানি দের একটি বড় অংশ ।