রিক্সায় গঙ্গাসাগর – ঝাড়খন্ডের গিরিডির বাসিন্দা এই দম্পতি গত ৫ অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছেন। গন্তব্য আপাতত সাগরমেলা।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর  :: একটি প্যাডেল রিক্সা। পরিপাটি করে সাজানো সেই ত্রিচক্র যানটি। দু’‌জন মানুষের থাকা খাওয়ার ব্যবস্থাও আছে ওই রিক্সায়। রিক্সার চালক মধ্য পঞ্চাশের মহাদেব ঠাকুর। আর যাত্রীর আসনে মহাদেবের স্ত্রী মধ্য চল্লিশের গাঙিয়াদেবী। ঝাড়খন্ডের গিরিডির বাসিন্দা এই দম্পতি গত ৫ অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছেন। গন্তব্য আপাতত সাগরমেলা।

মেলায় পৌঁছতে লাগবে এখনও দিন দুয়েক। ডায়মন্ড হারবার থেকে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছে মহাদেবের রিক্সা। তবে শুধু গঙ্গাসাগর নয় মহাদেবের এই রিক্সা ঘুরবে পাঁচ ধামে। কিন্তু কেন এই রিক্সা-‌যাত্রা। বছর কয়েক আগে রিক্সাতে করে বাবা-‌মাকে নিয়ে পাঁচ ধাম ঘুরেছিলেন মহাদেব।

তখন তাঁদের ইচ্ছা ছিল মৃত্যুর পর মহাদেব যেন আবারও রিক্সাতে সওয়ার হয়ে তীর্থযাত্রা করে। সঙ্গী থাকবে স্ত্রী। সেই কথামতো এই যাত্রা। মহাদেব আদতে একজন টেম্পোচালক। পণ্যপরিবহন চালান তিনি। কিন্তু সখ করে কলকাতা থেকে রিক্সাটি কিনে দিয়েছেন মহাদেবের ছেলে। ছেলে এ রাজ্যের পূর্ব বর্ধমানে থাকেন। মহাদেবের যান এখন সাগরমুখী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =