কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পুলিশ থানা থেকে মাত্র ১০০মিটার দূরে দুঃসাহসিক চুরি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে ঢুকে লুঠপাট করে চম্পট চারজন দুষ্কৃতির। ঘটনাটি বাংলা বিহার সীমান্ত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার। প্রায় ৪ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ করেন দোকানের মালিক। ।এই ঘটনার পিছনে এলাকারই একজন প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ রয়েছে বলে অনুমান করছে ওই দোকানদার। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং চাচোল মহকুমার এসডিপিও।শুরু হয়েছে তদন্ত । পুরো লুটপাঠের ঘটনার পিছনে বিহারে দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের।