সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: গীতা দেবি,৫৫ নামে গঙ্গাসাগরের এক মহিলা পুণ্যার্থী কে জরুরী পরিষেবা জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। পুণ্যার্থীর নাম গীতা দেবি (৫৫)।
তিনি পাটনার কঙ্করবাগ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ সকাল থেকেই দুজন পুণ্যার্থীকে চিকিৎসার কারণে বিশেষ হেলিকপ্টার এর মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়া হয়।