নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেন্দুলী :: রাত শেষ হতেই ভোররাত থেকে শুরু হল মকর সংক্রান্তির পুণ্যস্নান জয়দেব কেন্দুলিতে। পুণ্যার্থী সংখ্যা কম থাকলেও কোভিদ বিধি মেনে চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান ।মেলার মূল রাস্তা পুরোপুরি ফাঁকা মূল মন্দিরের তেমন ভক্তদের ভিড় নেই।
করোনা আতিমারির জন্য এই ভক্ত সমাগম কম বলেই মনে করছেন সকলেই। পুণ্যার্থী কম থাকায় দোকানদাররা চিন্তায় পড়েছেন, বাউল শিল্পী দের ও মন খারাপ সরকারি অনুষ্ঠান না থাকায়।