সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার । তাই কোনো কিছুকেই তোয়াক্কা না করে এবছরও মোক্ষ লাভের আশায় গঙ্গাসাগরে সমুদ্রতীরে পাড়ি জমিয়েছে কয়েক লক্ষ পুণ্যার্থী । সকাল থেকে আকাশের মুখ ভার ঝিরিঝিরি বৃষ্টি ও কনকনে শীতের হাওয়া । কিন্তু শীতকে উপেক্ষা করে সাগরের হিমশীতল জলে চলছে পূন্যার্থীদের ডুব।করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও জৌলুস হারিয়েছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে বৃহস্পতিবার রাত থেকেই বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছে গঙ্গাসাগর সমুদ্র তীরে। সকালের সূর্য উঠতে চলছে পুণ্যস্নান। পুণ্যস্নানের পাশাপাশি চলছে কপিলমুনি মন্দিরের পুজো। শুক্রবার সকালে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে যান কলকাতা হাইকোর্টের বিশেষ প্রতিনিধি দল সমাপ্তি চ্যাটার্জী ও রাজু মুখার্জি। ঘুরে দেখেন পুণ্যস্নান ও পুণ্যার্থীদের ভিড়।