নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: করোনা আবহে মকর সংক্রান্তির স্নান উপলক্ষে কার্যত ভক্তবৃন্দ শূন্য থাকার ছবি উঠে এলো চৈতন্য ভূমি নদীয়ার নবদ্বীপে ভাগীরথী নদীর বিভিন্ন স্নান ঘাটে। স্বাভাবিক পরিস্থিতিতে অন্যান্য বছর বিশেষ এই দিনে চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ ধামের শ্রীবাস অঙ্গন ঘাট, ফাঁসিতলা ঘাট রানীর ঘাট সহ শহরের বিভিন্ন স্নানঘাটে পুণ্য লাভের আশায় দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত বৃন্দদের সমাগম ঘটে।
কিন্তু এই বছর মারণব্যাধি ওমিক্রণ ও করোনা তৃতীয় ঢেউ এর প্রভাবে কার্যত ভক্তবৃন্দ শূন্য থাকার ছবি উঠে এলো নবদ্বীপ শহরের এক প্রান্ত দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর ঘাট গুলিতে। করোনা আতঙ্কে উপেক্ষা করে অতি অল্প সংখ্যক ভক্তবৃন্দদের স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে একে অপরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দেখা গেল ঘাট গুলিতে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে স্নান করতে।