সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূন্য লগ্নে পুণ্যস্নানে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম। “ভক্তি ও বিশ্বাস “কে মেলবন্ধন করে চলছে পুণ্য ডুব। আজ বিকেল ৫ টা নাগাদ গঙ্গাসাগর সমুদ্র সৈকত নিজের ইষ্ট দেবতাকে নিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতৃ উমা ভারতি। শংখ ধোনির মধ্যে দিয়ে নিজের ইস্ট দেবতার পাশাপাশি নিজেও পুণ্য স্নান করেন।
গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী। কোভিড মোকাবিলায় যে ব্যবস্থাপনা নিয়েছে রাজ্য সরকার তা প্রশংসার যোগ্য এমনটাই বলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। উমা ভারতী জানান, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরের পর্যন্ত আমি একটি যাত্রা শুরু করেছিলাম শারীরিক অসুস্থতার ও করোনা মহামারী জন্য আমার সেই যাত্রা অনেকটাই পিছিয়ে গিয়েছে।
আজ গঙ্গোত্রী গোমুখ থেকে মা গঙ্গাকে এনে গঙ্গাসাগরে আমি মেলবন্ধন করলাম। আমি খুব আনন্দিত। মা গঙ্গা সকলকে ভাল রাখবেন। আগামীকাল কপিলমুনি মন্দিরে পূজা দেব।