সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: একে তো মহার্ঘ। রান্নার গ্যাস কিনতে হাতে ছ্যাঁকা লাগে মধ্যবিত্তের। তার উপর আবার কালোবাজারির অভিযোগ। বারুইপুরে রান্নার গ্যাসের কালোবাজারির অভিযোগ পেয়ে একজনকে গ্রেফতার করলো পুলিশ। একই সঙ্গে উদ্ধার করেছে ২২টি সিলিন্ডার।
পুলিশ গোপন সূত্রে জানতে পারে, রান্না করার সরকারি গ্যাস ঘুরপথে গোপনে অটো ও গাড়ির কাজে বিক্রি করা হচ্ছিল দিনের পর দিন। অবশেষে সেই চক্রের খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর একটি বিশেষ দল গোবিন্দপুর বাইপাসের ধারে একটি দোকানে আচমকাই হানা দেয় ।
বেআইনি ২২টি রান্নার সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে একটি গ্যাস রিফিল করার যন্ত্র ও ওয়েট মেশিন উদ্ধার হয় । বেআইনিভাবে রান্নার গ্যাস বিক্রি করার দায়ে একজন ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সইফুল মোল্লা (২৮)। সইফুল বারুইপুর থানা এলাকার গোবিন্দপুরের বাসিন্দা। তদন্তকারীদের অনুমান, বড় চক্র কাজ করছে এর পিছনে। ধৃত সইফুলকে জেরা করে চক্রের অন্যান্যদের ধরার চেষ্টা করা হচ্ছে।