কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: আগ্নেয়াস্ত্র সমেত তিন ডাকাতকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। জানা গেছে ধৃত তিনজন ডাকাতের নাম গৌর সরকার (৩০), সঞ্জয় মন্ডল (৩৪) ও উজ্জ্বল বিশ্বাস (২৯)। তারা গাজেলেরই বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে গাজোলের পাঁচপাড়ায় জাতীয় সড়কের পাশে ফুটবল ময়দানে অভিযান চালায় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে সেখানে ১০ থেকে ১২ জনের ডাকাতদল উপস্থিত ছিল। যদিও সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকি দুষ্কৃতিরা পালিয়ে যায় ।
তিনজন ডাকাতকে আজ মালদা জেলা আদালতে পাঠানো হয়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার, একটি কার্তুজ, একটি ছুরি ও লাঠি উদ্ধার হয়েছে।