বকুলতলা থানা এলাকা থেকে উদ্ধার জাল নোট , ধৃত দুই

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানা এলাকার মনিরতট এলাকার হাওয়া ইঁটভাটা এলাকা থেকে ৪০ টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করলো পুলিশ । জাল নোট ছাড়াও একটি মোটর বাইক ও দুটি মোবাইল উদ্ধার করে বকুলতলা থানার পুলিশ । এই ঘটনায় ধৃত দুই । ধৃতদের নাম সুবীর দে ও সুমিত দে ।

ধৃতদের বাড়ি হাওড়ার ডোমজুড় থানা এলাকায় । সম্পর্কে এরা বাবা ছেলে বলে পুলিশ সূএে জানা গিয়েছে । বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান , হাওড়া থেকে বাবা ছেলে ব্যবসায়িক লেনদেনের কাজে মনিরতট এলাকায় মাঝে মাঝে আসতো । এদিন ঐ ইটভাটায় লেনদেন করার সময় ঐ জাল নোট গুলো তারা দেয় ।

সেই খবর বকুলতলা থানার পুলিশের কাছে চলে আসে । খবর পেয়ে পুলিশ গিয়ে হাতেনাতে জাল নোট সহ দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এর জন্য আবেদন জানানো হবে আদালতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =