কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ইংরেজবাজার শহরে। মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
মৃত যুবতীর নাম নবনীতা ঘোষ (৩৩)। বাড়ি ইংরেজবাজারের দেশবন্ধু পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, নবনীতা অনলাইনের মাধ্যমে কাপড়ের ব্যবসা করতেন। ২০১৪ সালে তার বিয়ে হলেও দু’বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।
শুক্রবার সকালে শোবার ঘর থেকে নবনীতার মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে মৃত্যু তা নিয়ে ধন্ধে রয়েছেন পরিবারের লোকজন। নবনীতার মোবাইল থেকে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।