সোনারপুর এলাকার একটি চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় চুরি চক্রের সন্ধান পেল পুলিশ ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: সোনারপুর এলাকার একটি চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় চুরি চক্রের সন্ধান পেল পুলিশ ।রাজপুর এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করলো সোনারপুর থানার পুলিশ ।

ধৃতদের থেকে উদ্ধার হয় ইলেকট্রিকের টাওয়ার মেটিরিয়াল ৪০ টি , ১টি মোটরসাইকেল , বেশ কিছু কাঁসার বাসনপাত্র , ১টি সাইকেল , প্রচুর তামার তার সহ ২টি গ্যাস সিলিন্ডার । ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =