পাথর প্রতিমায় বহুমুখী ঝড় কেন্দ্র শিলান্যাস করলেন বিধায়ক ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::পাথরপ্রতিমা :: পাথরপ্রতিমা ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ২২ টি বহুমুখী ঝড় কেন্দ্র থাকলেও গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এতদিনেও কোন বহুমুখী ঝড় কেন্দ্র তৈরি হয়নি । আমফান এবং ইয়াসের পর গোপালনগর এলাকা প্লাবিত হয় । এলাকাবাসীরা সমস্যায় পড়ে ।

আশ্রয় নিতে হয় স্কুলে ।ইতিমধ্যে একটি সংস্থা ওই এলাকার মানুষের পাশে এসে দাঁড়ায় ।তারাই আগ্রহ প্রকাশ করে । ওই সংস্থার উদ্যোগে শুক্রবার স্থানীয় বিমলা স্নেহবালা তপশিলি বিদ্যায়তনে সম্মুখে একটি বহুমুখী ঝড় কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক সমীর কুমার জানা ।

বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি হিমাংশু শেখর রাউৎ , দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য মনুশ্রী মণ্ডলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =