দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রবিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের সুভাষ পার্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত, ঝাড়গ্রাম এর মহকুমা শাসক বাবুলাল মাহাতো সহ আরো অনেকে।
করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপর দিকে সাঁকারাইল ব্লকে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়জন করা হয় ব্লক প্রশাসনের তরফ থেকে। গোপীবল্লভ পুরের বিধায়ক ডাঃখগেন্দ্র নাথ মাহাত পতাকা উত্তলন করেন।এলাকা পরিক্রমার পর বর্নাঢ্য অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে নেতাজী কে শ্রদ্ধা নিবেদন করা হয়