কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: একটি পাইপগান ও ভারতীয় জাল নোট সমেত এক যুবককে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ মহদীপুর লুকোচুরি এলাকায় হানা দিয়ে ফারুখ শেখ নামে এক যুবককে ধরে | তল্লাশি চালালে তার কাছ থেকে ৪০টি ৫০০ টাকার জাল নোট এবং একটি পাইপ গান উদ্ধার করে।
ধৃত যুবকের বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়। কি কারনে সে জালনোট ও আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ঘোরাঘুরি করছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত যুবককে রবিবার মালদা জেলা আদালতে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ।