নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: পুরুলিয়া পুলিশ লাইনে ছ বছরের শিশু পুত্রকে হত্যা করে আত্মঘাতী হলেন এক স্পেশাল হোমগার্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত হোমগার্ডের নাম হেমন্ত হেমব্রম । নিহত শিশুটির নাম সোমজিত হেমব্রম ।
আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুজনের মধ্যে ঝামেলা বাধে। এরপর নিজের সন্তানকে গলা টিপে ধরে ওই হোমগার্ড। তার স্ত্রী সাহায্যের জন্য প্রতিবেশীদের কাছে যায়। এরপর যখন অনান্যদের নিয়ে আবাসে ফিরে আসেন তিনি, দেখা যায় হেমন্ত গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে। ছুরির কোপ দিয়ে সে নিজের ছেলেকেও মেরে ফেলেছে।
দেহদুটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হেমন্ত হেমব্রম প্রচণ্ড বদমেজাজী ছিলেন। ঘটনাটিকে নিয়ে টামনা থানা তদন্ত শুরু করেছে।