কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা: :: দুই দিন পর প্রজাতন্ত্র দিবস, তার আগে জেলার যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে এবং সঠিক নিরাপত্তা দিতে মালদা জেলা পুলিশ ও DIB র যৌথভাবে তল্লাশি অভিযান চালালো মালদা শহরের বিভিন্ন জায়গায়। রথবাড়ি থেকে চারশোবিশ মোড় এলাকায় অবস্থিত বিভিন্ন শপিংমলে তল্লাশি চালানো হয়।
মেটাল ডিটেক্টর সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম নিয়ে এই তল্লাশি অভিযান চালায় ডিআইবি এবং পুলিশ প্রশাসন। এছাড়া মালদা টাউন রেল স্টেশন সেখানে স্নিপার ডগ সহ স্টেশনের ওয়েটিং রুম এবং ট্রেনের কামরায় উঠে তল্লাশি অভিযান চালায়। যাতে প্রজাতন্ত্র দিবসের আগে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে।