দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার। ধৃতদের জিঞ্জাসাবাদ করে পুলিশ আরো দুজনকে গ্রেফতার করল।পুলিশ সূত্রে জানা গিয়েছে তেইশ জানুয়ারি মাওবাদীদের নাম করে টাকা চাওয়ার অভিযোগে পুলিশ দুই ভাই সাগেন মান্ডি,সাগুন মান্ডিকে গ্রেফতার করেছিল।
এবার তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিনপুর থেকে মামা, ভাগ্নেকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে ধৃতেরা হল মামা নুর মহম্মদ ও ভাগ্নে কুরবান খান।এদিন মঙ্গলবার এদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছিল।
পুলিশ সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা বিনপুর থানা এলাকার এক রেশন ডিলারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে চেয়েছিলে।পুলিশ মনে করছে এর সঙ্গে একটি চক্র যুক্ত রয়েছে। পুলিশ পুরো দলটিকে ধরার চেষ্টা চালাচ্ছে।