সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকখালি:: মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বকখালি সমুদ্র সৈকতে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় । ফ্রেজারগঞ্জ উপকূল থানার কিছুটা দূরে উপুড় হয়ে পড়েছিল দেহটি। মৃতের আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। পরনে লুঙ্গি ও জামা।
স্থানীয়দের অনুমান মৃত ব্যক্তি স্থানীয় মাছের খটির শ্রমিক হতে পারে। পুলিশ দেহ উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে খুন, আত্মহত্যা না দুর্ঘটনায় মৃত্যু তা নিয়ে ধন্দে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।