সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাত পোহালে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের যেকোনো ধরনের নাশকতা রুখতে বদ্ধপরিকর দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন রেলওয়ে স্টেশন গুলিতে তল্লাশি অভিযান রেল পুলিশের।
ট্রেনের মধ্যে যাত্রীদের তল্লাশি করার পাশাপাশি প্লাটফর্মে থাকা মহিলা যাত্রীর থেকে শুরু করে পুরুষ রেলযাত্রীদের ব্যাগ গুলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে জিআরপি ও আরপিএফ।
অন্যদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকেই বারুইপুর পুলিশ জেলার পুলিশের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকা শুরু হয়েছে নাকা চেকিং। বারুইপুর আমতলা রোডে নাকা চেকিং শুরু হয়েছে। প্রতিটি গাড়িতে থাকা যাত্রীদের খুঁটিনাটি প্রশ্ন করছে পুলিশ। গাড়িতে থাকা বৈধ কাগজপত্র সহ পুরো গাড়ি তল্লাশি চালাচ্ছে। প্রজাতন্ত্র দিবস সুষ্ঠুভাবে যাতে রাজ্যবাসী পালন করতে পারে সেদিকে বদ্ধপরিকর জেলা পুলিশ।