দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রাম জেলা শাসক জয়সি দাসগুপ্ত ঝাড়গ্রাম স্টেডিয়ামে ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তলন করলেন। জেলা এসপি বিশ্বজিৎ ঘোষ জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রজাতন্ত্রের কুচকাওয়াজেও অংশ নেন জেলা শাসক। গানস্যালুট দেওয়া হয়।সরকারি বিভিন্ন প্রকল্প ও দপ্তরের ট্যাবলো মাঠ প্রদক্ষিন করে।হুড খোলা গাড়িতে জেলা শাসক জয়সি দাসগুপ্ত অভিবাদন গ্রহন করেন।।