স্কুল খোলার এবং স্থায়ীকরণের দাবিতে আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দিনে কাকদ্বীপ চৌরাস্তায় উপরে বসে বিক্ষোভ দেখালেন পার্ট টাইম স্কুল টিচার অ্যাসোসিয়েশন।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: জানা গিয়েছে বর্তমানে করোণা আবহের জন্য স্কুল-কলেজ সমস্ত বন্ধ, ঘরে বসে বসে স্কুলের শিক্ষকরা হাজার হাজার টাকা মাইনা পাচ্ছেন , কিন্তু পার্ট টাইম টিচাররা কোন কিছু পাচ্ছেন না বলে দাবী। অন্যদিকে কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রীকে বলে আসছেন স্থায়ীকরণের কথা ।কোন কথায় কাজ হচ্ছে না এমনকি স্কুল কলেজে না যেতে পেরে ছাত্রছাত্রীরা লেখাপড়া থেকে মন ঘুরিয়ে নিয়ে মোবাইল দেখতে ব্যস্ত।

অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক মিটিং থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান চলছে। কেবলমাত্র স্কুল-কলেজ কে বন্ধ রাখা হয়েছে।
তাই পার্ট টাইম টিচার রা চাইছে স্কুল খোলা হোক আজ স্কুল খোলার দাবি নিয়ে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে পথে বসে চলছে অবোরোধ। কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল তারপর নিজেরাই অবরোধ তুলে নেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =