নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মুর্শিদাবাদ :: কান্দি মহকুমার সালার থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের বহরগ্রাম থেকে ৬ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৩০ এ অক্টোবর ২০২১ তৃণমূল নেতা টগর শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনারুল শেখকে গ্রেফতার করে । বুধবার কান্দি মহকুমা আদালতে পেশ করলে কান্দি মহকুমা আদালতে ভারপ্রাপ্ত বিচারপতি তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
টগর শেখ এর খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনারুল শেখকে নিজেদের হেফাজতে পেয়ে সালার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি থেকে কিছুটা দূরে বোমা মজুদ করে রেখেছে এনারুল শেখ। পুলিশ খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করবার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দিলে বম্ব গুলি নিষ্ক্রিয় করে জেলা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড