নৈহাটির বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে আসলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা যুগ্ম কমিশনার ক্রাইম অজয় ঠাকুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হালিসহর :: হালিশহর কোনা মোড়ের জগন্নাথ ঘাটের ধারে বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত এক যুবক। তাঁর নাম সুমিত সিং ( ১৯)। স্থানীয় বাসিন্দা রাহুল সিং বলেন, বিকট শব্দ পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে। সেখান থেকে কাকার ছেলে সুমিত সিংয়ের মৃতদেহ উদ্ধার করি ।

নিজের ভাই রোহিত সিং ও তার বন্ধু রোহিত চৌধুরীর খোঁজ মেলেনি। তবে ধপধপ করে দুজনকে গঙ্গায় পড়তে দেখেছি। তবে পরপর দুটি বোমা ফেটে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত এখনও পরিষ্কার নয়।ঘটনার তদন্তে যান বীজপুর থানার পুলিশ ও ডিসি নর্থ শ্রীহরি পান্ডে-সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধিকারিকরা।পরপর দুটি বোমা ফেটে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত এখনও পরিষ্কার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seventeen =