উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমানের ডাকাতির ঘটনায় তদন্তে এলো ফরেন্সিক টিম। গত ২১শে জানুয়ারী রাষ্টায়াত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নামে পূর্ব বর্ধমান জেলার উচ্চ আধিকারিকরা। এরপর বৃহস্পতিবার ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় তদন্তে এলেন ফরেন্সিক বিশেষজ্ঞ দলের দুই প্রতিনিধি।
এদিন তারা বর্ধমান থানার পুলিশের সাথে কার্জনগেট চত্বরে থাকা রাষ্টায়াত্ত ব্যাঙ্কে ঢোকে। ব্যাঙ্কের সি.সি.টিভি ফুটেজ দেখার পাশাপাশি বেশ কিছু জায়গা ক্ষতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেন তারা।
উলেখ্য গত ২১ শে জানুয়ারী শুক্রবার ব্যাঙ্ক চালু হতেই ৬ – ৭ জনের একটি দুস্কৃতিরা দল ব্যাঙ্কে ঢোকে। অস্ত্র দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ডাকাতদলটি ৩৩ লক্ষ টাকা লুঠপাট করে চম্পট দেয়। ডাকাতির ঘটনাটি ঘটেছিলো শহরের প্রাণ কেন্দ্র কার্জনগেটের পাশে দত্তসেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়।