কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: শহর যানজট মুক্ত করার উদ্দেশ্যে জেলা ট্রাফিক পুলিশ ও আরটিও যৌথ অভিযান চালালো ইংরেজবাজার শহরে। এলআইসি মোড় থেকে অতুল মার্কেট, পোস্ট অফিস মোড় থেকে চিত্তরঞ্জন বাজার এবং রাজমহল রোডের ফ্লাইওভার পর্যন্ত।
ফুটপাতে থাকা সমস্ত অবৈধ দোকান ঘর ওঠার নির্দেশ দেন পাশাপাশি কিছু দোকান তুলে দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে রাস্তা ধারে রাখা বেশকিছু গাড়িকে আটক করেন। পাশাপাশি ট্রাফিক নিয়ম ভাঙলে করা ব্যবস্থা গ্রহণ করবে জেলা ট্রাফিক পুলিশ এমনটাও জানালেন ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ পাঁজা।